pressbd24
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মাদকদ্রব্য উদ্ধার : গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : গাইবান্ধার সোহাগ বোর্ডিং (আবাসিক) থেকে ১৩১ বোতল এসকাফ নামের মাদকদ্রব্য জব্দ করেছে র‌্যাব।

একইসঙ্গে আব্দুল মতিন (৫০) ও কামাল হোসেন (৬৫) নামের দুই মাদক কারবারিকে ও আটক করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি আব্দুল মতিন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানাধীন রাউতনগর গ্রামের মৃত আব্দুল জব্বার মুন্সির ছেলে ও কামাল হোসেন একই গ্রামের মৃত আব্দুল বাসির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সোহাগ বোর্ডিং-এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৭-গ নম্বর রুমের আব্দুল মতিনের হেফাজতে থাকা ৭১ বোতল ও কামাল হোসেনের হেফাজতে থাকা ৬০ বোতলসহ মোট ১৩১ বোতল এসকাফ নামের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

অভিযানিক দলটি প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে, ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য এসকাফ ক্রয় করে তা দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।