pressbd24
ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনী সীমান্তে বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ৫৯ কেজি গাঁজা ও ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ফেনী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা ছাগলনাইয়া উপজেলার তারাকুচা ও মধুগ্রাম বিওপি এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৯ কেজি গাঁজা এবং ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

৬ এপ্রিল (রবিবার) ভোর রাতে বাংলাদেশ ভারত সীমান্তে মাদক প্রবেশের খবর পেয়ে তারাকুচা এবং মধুগ্রাম বিওপির বিজিবি সদস্যগণ অভিযান চালায়।

অভিযানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা মাদকের বস্তা পেলে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা বস্তাগুলো জব্দ করে। এতে ৫৯ কেজি গাঁজা ও ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৪ হাজার ৫শ টাকা।

ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি পরিচালক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন রবিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ভারত-বাংলাদেশ ফেনী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও বিজিবি টহল আরো বাড়ানো হয়েছে।

এছাড়াও মাদক নিয়ন্ত্রণে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।