খাগড়াছড়ি প্রতিনিধি ; খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ছয়টি ফার্মেসিকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ আগস্ট) সকালে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি বলেন, ‘ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার দায়ে ছয় মালিককে এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে।’
অভিযানে দীঘিনালা স্যানিটারি পরিদর্শক তুজিম চাকমা ও থানা পুলিশের দল সহযোগিতা করেন। উপজেলা
প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


